রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


যুক্তরাজ্যের ব্যবসায়ীদের জ্বালানি-প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান


প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৫ ১৯:৫৫

আপডেট:
৬ জানুয়ারী ২০২৫ ২০:১০

ছবি সংগৃহীত

ব্রিটিশ-বাংলাদেশি উদ্যোক্তাদের জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, ব্লু-ইকোনমি, পর্যটনসহ অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এফবিসিসিআই এবং ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) মধ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।

বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং সম্ভাবনাময় খাতগুলো সরেজমিন খতিয়ে দেখতে ইউকেবিসিসিআই-এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে। প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন ইউকেবিসিসিআই-এর চেয়ারম্যান ইকবাল আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর যুক্তরাজ্যের কোনো ব্যবসায়ী প্রতিনিধি দলের এটিই প্রথম বাংলাদেশ সফর।

মতবিনিময় সভায় বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের ওপর বিশেষ জোর দেন এফবিসিসিআইয়ের প্রশাসক। তিনি বলেন, দেশে বাণিজ্য ও বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রেখেছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী হলে উভয় পক্ষই তার সুফল পাবে। ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ীসহ যুক্তরাজ্যের সব উদ্যোক্তাকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ এবং বাজার সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান মো. হাফিজুর রহমান।

আঞ্চলিক এবং বৈশ্বিক সাপ্লাই-চেইনের সুফল কাজে লাগাতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রধিকারভিত্তিক বাণিজ্য চুক্তি (পিটিএ) প্রভৃতি বিষয়ে দু-দেশকে দ্রুত অগ্রসর হওয়ার পরামর্শ দেন এফবিসিসিআইয়ের প্রশাসক।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নের লক্ষ্যে উভয় দেশের ব্যবসায়ীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার রূপা হক।

সভায় ইউকেবিসিসিআই-এর চেয়ারম্যান ইকবাল আহমেদ জানান, প্রবাসী ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। সেই বিনিয়োগ আকর্ষণে দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর ওপর জোর দেন ইউকেবিসিসিআই-এর চেয়ারম্যান।

সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. আব্দুল হক, প্রবীর কুমার সাহা, সাফকাত হায়দার, ওবায়দুর রহমান, গিয়ারউদ্দিন চৌধুরী (খোকন), উইমেন অন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডব্লিউইএবি)-এর সভাপতি এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক নাসরিন ফাতেমা আউয়াল, এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, এফবিসিসিআইয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এনডিসি, ইউকেবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্য, এফবিসিসিআইয়ের ব্যবসায়ী নেতাসহ অন্যান্যরা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top