দুই হাসপাতালে গণঅভ্যুত্থানে আহতদের চোখের সেবা দেবেন বিদেশি চিকিৎসকরা
প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৫ ১৯:৩১
আপডেট:
১৫ এপ্রিল ২০২৫ ১৪:০০

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত গুরুতর চক্ষু রোগীদের সেবা দেবেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালসহ তিন হাসপাতালের বিদেশি চিকিৎসকরা। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও বাংলাদেশ আই হসপিটালে এ সেবা দেওয়া হবে।
রোববার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত গুরুতর চক্ষু রোগীদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল অ্যান্ড আলেক্সেন্ডার হসপিটাল থেকে আগত বিশেষজ্ঞরা রেটিনা, কর্ণিয়া, নিউরো অফথ্যালমোলজি এবং অকুলোপ্লাস্টি সার্জন সেবা দান করবেন।
আগামী ১ ও ২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ আই হসপিটালে তারা এ সেবা দেবেন।
এ সময় যোগাযোগের জন্য চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ০১৩৩৭৩৪৩৩৮৯ ও বাংলাদেশ আই হসপিটালের হটলাইন ১০৬২০ নম্বরে কল দেওয়ার জন্য বলা হয়ছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: