সোমবার, ১৪ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


ভোটার হালনাগাদে বাদ পড়লে আবেদন করা যাবে ১১ এপ্রিল পর্যন্ত


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৬

আপডেট:
১৪ এপ্রিল ২০২৫ ০৩:৩৪

ছবি সংগৃহীত

চলমান ভোটার তালিকা হালনাগাদে বাড়ি-বাড়ি কার্যক্রমে যারা বাদ পড়েছেন তারা ১১ এপ্রিল পর্যন্ত ভোটার হতে পারবেন।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাড়ি-বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। যারা ভোটারযোগ্য কিন্তু এখনও ভোটার হননি, তারা ১১ এপ্রিল পর্যন্ত নিকটস্থ ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে অথবা সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করে ভোটার হতে পারবেন।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সোমবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত বাড়ি-বাড়ি গিয়ে হালনাগাদে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে ৬১ লাখ ৮৯ হাজার লক্ষ্যমাত্রা ছিল।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top