সোমবার, ১৪ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


এপ্রিলে ঢাকায় আসতে পারেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৮

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৬

ছবি সংগৃহীত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী এপ্রিলে ঢাকায় আসতে পারেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা এখনও তারিখ ঠিক করিনি কবে আসবেন। তবে আমরা ধরে নিচ্ছি উনি আসবেন একটু সময় লাগবে। আমার অনুমান হয়ত এপ্রিল মাসের কোনো এক সময় আসবে, এর আগে নয়। কাজেই এখনও প্রচুর সময় আছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরে অমীমাংসিত বিষয় বিশেষ করে একাত্তরের জন্য ক্ষমা চাওয়া কিংবা বাংলাদেশের পাওনার বিষয় আসবে কিনা-জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের ৫৩-৫৪ বছরের অমীমাংসিত বিষয় আছে। এগুলো আমরা নিশ্চই সেখানে উল্লেখ করব। কিন্তু বিষয়টা হচ্ছে, সম্পর্ক এগিয়ে নেওয়া, যদি শুধু ওই ইস্যুগুলোতে দাঁড়িয়ে থাকে তাহলে তাদের ও আমাদের কোনো লাভ নেই।

পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে অন্য একটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের আদলে দেখার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, আমরা অবশ্যই আমাদের স্বার্থ রক্ষার চেষ্টা করব, উদ্ধারের চেষ্টা করব। পাশাপাশি আমরা চাইব, বাংলাদেশের সঙ্গে যেমন অন্য দেশের যেমন সম্পর্ক পাকিস্তানের সঙ্গেও ঠিক সেরকম এ থাকবে। আলাদা করে সেই সম্পর্কটা খারাপ করার কোনো কারণ আমি দেখি না। আমাদের সঙ্গে পাকিস্তানের স্বার্থ সম্পর্ক আছে। যেমন-জাহাজ চলাচল শুরু হয়েছে, এটার তো কিছু লাভ আছে। আমরা চেষ্টা করব আমাদের বেশিরভাগ লাভ যেন আদায় করতে পারি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top