রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক


প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৪

আপডেট:
১৩ এপ্রিল ২০২৫ ০৭:৪১

ছবি সংগৃহীত

বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক। দুর্নীতির ধারণা সূচকের (সিপিআই) ১০০ স্কোরের মধ্যে দেশটির স্কোর ৯০।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৪ প্রকাশ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য জানান।

টিআইবির প্রতিবেদন অনুযায়ী, কম দুর্নীতিগ্রস্ত ১০টি দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড, দেশটির স্কোর ৮৮। ৮৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। এরপর চতুর্থ অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড, স্কোর ৮৩। ৮১ স্কোর নিয়ে যৌথভাবে পঞ্চম অব্স্থানে রয়েছে লুক্সেমবার্গ, নরওয়ে ও সুইজারল্যান্ড। ষষ্ঠ অবস্থানে থাকা সুইডেনের স্কোর ৮০। সপ্তম অবস্থানে থাকা নেদারল্যান্ডসের স্কোর ৭৮। অষ্টম স্থানে রয়েছে যৌথভাবে অস্ট্রেলিয়া, আইসল্যান্ড ও আয়ারল্যান্ড; দেশগুলোর স্কোর ৭৭। ৭৬ স্কোর নিয়ে নবম স্থানে আছে এস্তোনিয়া ও উরুগুয়ে। আর ৭৫ স্কোর নিয়ে যৌথভাবে দশম স্থানে আছে কানাডা ও জার্মানি।

টিআইবি এমন সময় সিপিআই সূচক প্রকাশ করেছে যখন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দুর্নীতি বিরোধী অভিযান চলমান রয়েছে। ১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর এই সূচক প্রকাশ করে। ২০০১ সালে বাংলাদেশ প্রথম তালিকাভুক্ত হয়। তখন এ তালিকায় মোট ৯১টি দেশ ঠাঁই পায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top