শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


নিবন্ধিত অভিবাসীদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ


প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫২

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০২:০৩

ছবি সংগৃহীত

লি‌বিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের আমন্ত্রণে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) লিবিয়ার চিফ অব মিশন নিকোলেটা জিওর্দানোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ত্রিপোলীতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছে।

লি‌বিয়ার স্থানীয় সময় বৃহস্প‌তিবার (২০ ফেব্রুয়ারি) আইওএম প্রতিনিধিদল বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করে।

ত্রিপোলীর বাংলা‌দেশ মিশন জানায়, আইওএম প্রতিনিধিদল রাষ্ট্রদূত ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন, সুরক্ষা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

রাষ্ট্রদূত লিবিয়া থেকে বাংলাদেশি অভিবাসীদের প্রত্যাবাসনে আইওএম-এর অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ত্রিপলী, বেনগাজি ও মিসরাতা থেকে নিবন্ধিত অভিবাসীদের দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

বৈঠকে উভয়পক্ষ ঝুঁকিপূর্ণ অভিবাসীদের চিকিৎসা ও সুরক্ষা নিশ্চিতকরণে প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন। পাশাপাশি অভিবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া, প্রত্যাবাসন প্রক্রিয়ায় উদ্ভূত চ্যালেঞ্জগুলো সমাধানে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয়পক্ষ সম্মত হন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top