শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


আন্তর্জাতিক মান বজায় রেখে শ্রম আইন সংস্কারের আহ্বান


প্রকাশিত:
৫ মার্চ ২০২৫ ১৭:৫৩

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৭:৪১

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক মান বজায় রেখে দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে শ্রম আইন সংস্কারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

বুধবার (৫ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৫৩তম অধিবেশন অনুষ্ঠিত হবে। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সবকিছু ইতিবাচকভাবে করতে হবে, কাজ সম্পন্ন করতে হবে। আমরা এখানে অজুহাত তৈরি করতে আসিনি।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের শ্রম খাতে শ্রমিকদের জন্য বিমা কভারেজ এবং স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদেরও নির্দেশ দিয়েছেন।

বৈঠকে অনলাইনে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি জেনেভায় আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশ হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, কিছু অত্যন্ত ইতিবাচক উন্নতি হয়েছে। তবে বিশেষজ্ঞদের মধ্যে অনুভূতি হলো যে আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং আইএলওর দেশ প্রতিনিধি তুওমো পৌতিয়ানেন বৈঠকে উপস্থিত ছিলেন। জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলামও ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছিলেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top