বুধবার, ১৯শে মার্চ ২০২৫, ৫ই চৈত্র ১৪৩১


প্রবাসীদের অনলাইন ভোট ব্যবস্থা প্রবর্তন এবং প্রস্তাবনা বাস্তবায়নের দাবী ব্যবসায়ী প্রযুক্তি জাফর আবদুল্লাহর


প্রকাশিত:
১৯ মার্চ ২০২৫ ১৮:৪৯

আপডেট:
১৯ মার্চ ২০২৫ ২৩:১০

ছবিঃ মামুন রশিদ

প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে ও তাদের নানা সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন বিশিষ্ট প্রযুক্তি ব্যবসায়ী আফ্রিকার মালাউ প্রবাসী বেঙ্গল ডট নেটের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জাফর আবদুল্লাহ

প্রবাসে বসবাসরত দেড় কোটি বাংলাদেশিদের তিনি ডিজিটাল মাধ্যমে যুক্ত করতে চান। তাদের নিত্য সমস্যাগুলো সমাধানে তিনি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে চান। এতে প্রবাসীদের ভোগান্তি ও হয়রানি কমবে বলে তিনি মনে করেন।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন লোকমান হোসেন ও মাসুম উদ্দিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাফর আবদুল্লাহ। পাশপাশি তিনি ভিডিও প্রজেক্টরের মাধমে তার সমস্ত পরিকল্পনা তুলে ধরেন। প্রবাসীদের সমস্যাগুলো সমাধানে তিনি অন্তবর্তীকালীন সরকারের নিকট এক গুচ্ছ প্রস্তাব দেন।

তিনি বলেন, একজন প্রবাসী বাংলাদেশী হিসেবে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে চলমান সংষ্কার প্রস্তাবনার সাথে জনআকাঙ্খাকে গুরুত্বদিয়ে Proposal (Concept note) for reformation of Democracy Through Transparent Online and Electronic Voting System in Bangladesh শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য প্রস্তাবনা বাংলাদেশ নির্বাচন কমিশন ও সরকারের নিকট যথাক্রমে গত ১৩ ডিসেম্বর ২৪ এবং ৩১ জানুয়ারী ২০২৫ তারিখে দাখিল করা হয়েছে।

যার মাধ্যমে বাংলাদেশের নাগরিকগন তাদের নিবন্ধিত আই ফোন/ টাচ ফোন এর মাধ্যমে (অন্যদের থানা/ইউনিয়ন ভোট কেন্দ্রে মাধ্যমে) ভোট প্রদান করতে পারবেন।

এ প্রকল্প বাস্তবায়ন করা হলে সরকারের বার বার ভোটের জন্য রাষ্ট্রীয় অর্থের অপচয়,বিদ্বেষ হানা হানি থেকে দেশ বের হয়ে আসতে পারবে। যা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দল সমূহের দীর্ঘ সংগ্রাম সফলভাবে বাস্তবায়িত হওয়ার পাশাপাশি,জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার অপরিসীম আত্মত্যাগ এর বিনিময়ে যে নতুন বাংলাদেশের জনআকাঙ্খা সৃষ্টি হয়েছে তা পূরণে সহায়ক হবে।

ইতোমধ্যে নির্বাচন কমিশনের টেকনিক্যাল টিমের সাথে গত ২৬ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে ছোট্ট পরিসরে আমাদের আলাপ হয়েছে।

আমরা আমাদের (প্রবাসীদের) দাবীসমূহ বাস্তবায়নে অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, মাননীয় প্রবাসী উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলসহ নির্বাচন কমিশন ও রাষ্ট্রের সকল কর্মকর্তা /কর্মচারীবৃন্দের সক্রিয় উদ্যোগ ও সহায়তা কামনা করছি।

ক. প্রবাসীদের মূল দাবীসমূহ :

১.বিশ্বের বিভিন্নদেশে অবস্থানরত কমবেশী প্রায় ১.৫০ (এককোটি পঞ্চাশ লক্ষ) প্রবাসীগনকে অনলাইন/ ডিজিটাল (EVS)পদ্ধতিতে ভোট প্রদান ব্যবস্থা প্রবর্তন করা।

অনলাইন ভোটিং ব্যবস্থা প্রবর্তন করা হলে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মাইক্রোক্রেডিট ব্যবস্থার ন্যায় নতুন ভাবে বিশ্বব্যাপি এটি একটি মডেল প্রকল্প হবে যা তাকে আরো অধিকভাবে সম্মানীত করবে। ফেব্রুয়ারী-২০২৫ মাসের প্রথমার্ধে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদসূত্রে জানা গেছে যে আগামী জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ৬২০০.০০ কোটি টাকার বাজেট বরাদ্দের আবেদন করেছে।

অথচ আনুমানিক প্রায় ৩৫০০.০০ কোটি টাকায় আমাদের (প্রবাসীদের) প্রস্তাবিত অনলাইন ভোট ব্যবস্থা প্রবর্তন করা হলে নির্বাচন ব্যবস্থা নিয়ে আমাদের যুগ যুগ ধরে চলে আসা অসহিঞ্চুতার অবসান ঘটবে এবং ছাত্র জনতার অপরিসীম ত্যাগের প্রতি সম্মান জ্ঞাপন করা হবে।

প্রবাসীদের পাঠানো কমবেশী ০১ দিনের রেমিটেন্স এর টাকা দিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। ইতোপূর্বে সরকার EVM এর মেশিন ক্রয়ের জন্য ৮০০০ কোটি টাকার প্রকল্প হাতে নিলেও সকল মহলের বাধার মুখে সরকার সেখান থেকে ফিরতে বাধ্য হয়।

আমরা প্রবাসীদের পক্ষ থেকে ইতোমধ্যে সরকারের প্রায় ৩০ টি অফিসে আমাদের প্রস্তাবনা একাধিকবার দাখিল করেছি।

২.প্রবাসীদের আবশ্যকীয় স্বরাষ্ট্র/শিক্ষা/আইন/ পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসহ সকল মন্ত্রনালয়ের সেবা একই ছাতার নীচে চালু করা ।

৩. নিম্ন আদালত এবং উচ্চ আদালতে পিপি/ এটর্নিদের আইনী সেবার জন্য বিশেষ দ্বায়িত্ব প্রদান করা, যাতে প্রবাসীরা স্বল্প সময়ের মধ্যে আইনী সেবা পেয়ে প্রবাসে তার কর্মস্থলে ফিরে যেতে পারে ।

৪. আফ্রিকা মহাদেশের ৫৩ টি দেশে ব্যবসা বাণিজ্য প্রসারে নতুন এ গন্তব্যে ব্যাংকিং লেন-দেনের সুবিধা বৃদ্ধিতে সরকারের সহযোগিতা চাই ।

খ. প্রবাসীদের কল্যানে প্রবাসীদের বিশেষ উদ্যোগ :

১. প্রবাসীদের কল্যাণে শীঘ্রই ঢাকায় অফিস নেয়া হবে,যেখান থেকে বিবিধ সেবা প্রদান করা হবে,যাতে প্রবাসীরা বিদেশ গমনের প্রাক্কালে স্বস্তি বোধ করেন।

২. দেশী ও বিদেশীদের সাথে ব্যবসা সম্প্রসারণে,আমদানি-রপ্তানি সেবার ক্ষেত্রেও এই অফিস সেতুবন্ধন হিসেবে কাজ করবে ।

৩. আগামীর প্রবাসী তৈরীর লক্ষ্যে ট্রেনিং সেন্টার,বিদেশ গমনের পূর্বে স্বল্প মূল্যে থাকার, স্বল্প মূল্যে টিকিট,পাসপোর্ট এন্ডোর্সমেন্ট সুবিধা সহ সকল প্রয়োজনীয় সুযোগ প্রদান করা লক্ষ্যে আমরা প্রবাসী কল্যাণ ট্রাষ্ট এর নামে স্থায়ীভাবে ০১টি প্লট বরাদ্ধ করার জন্য বর্তমান সরকারের নিকট আবেদন জানাই।

প্লটটি হবে (প্রস্তাবিত) কল্যাণ ট্রাষ্টের নামে কারো ব্যক্তিগত নামে হবে না । এ সকল কাজে আমরা বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত স্বচ্ছল ও আগ্রহী প্রবাসীগনকে এগিয়ে আসার আহবান জানাই ।

গ. ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

১. প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ সুবিধা চালু

২.বিমান বন্দরে প্রবাসীদের বিশেষ মর্যাদা দিয়ে দেশে আসা ও যাওয়ার সুযোগ তৈরী করা

৩. বিমানের টিকেট বিক্রয়ের ক্ষেত্রে সিন্ডিকেট ভেঙ্গে দেয়া

৪. ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের অনেক দেশের ভিসা সার্ভিস বাংলাদেশ থেকে প্রবর্তন করায় অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, মাননীয় প্রবাসী উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলসহ সকল কর্মকর্তা /কর্মচারীবৃন্দকে প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

 


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top