শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


কারাগারে বন্দীদের নিয়ে বৈশাখী উৎসব উদযাপন


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২৫ ১৭:৫৭

আপডেট:
২৬ এপ্রিল ২০২৫ ০৩:৫৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বর্ণিল আয়োজনে ঢাকাসহ সারা দেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২। বন্দীদের নিয়ে ভিন্ন এক বাংলা বর্ষবরণ উদযাপনের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ।

এ উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে ৬৮টি কারাগারেই নানা ইভেন্টের আয়োজন করা হয়।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক ( মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, ঢাকাসহ দেশের ৬৮টি কারাগারে বন্দীদের জন‍্য “পহেলা বৈশাখ উপলক্ষ্যে উন্নতমানের বিশেষ খাবার দেওয়া হয়। বন্দীদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান, খেলাধুলা প্রতিযোগিতার আয়োজনে বন্দীদের মধ্যে বর্ষবরণের ভিন্ন এক মাত্রা যুক্ত হয়েছে। ৬৮ কারাগারের বন্দীদের জীবন কাহিনি সংক্রান্ত ও বন্দীদের লেখা নিয়ে “বন্দী কথন” শীর্ষক দেয়াল পত্রিকা প্রকাশের আয়োজন করা হয়। বড় কারাগারগুলোতে সকালে পান্তাভাত-ইলিশ খাওয়ার ব‍্যবস্থা করা হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : shomoynews2012@gmail.com; shomoynews@yahoo.com
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top