রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


নিবন্ধন পেতে আবেদন ৬৫ দলের, সময় বাড়ল আরও দুই মাস


প্রকাশিত:
২০ এপ্রিল ২০২৫ ১৯:০৬

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২১:৫৪

ফাইল ছবি

নির্বাচন কমিশনে নতুন করে নিবন্ধন পেতে ৬৫টি রাজনৈতিক দল আবেদন করেছে। আরও ৪৬টি দল নিবন্ধনের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই সময়সীমা আরও দুই মাস বাড়িয়েছে। আগামী ২২ জুন পর্যন্ত নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন করা যাবে।

রোববার (২০ এপ্রিল) বিকেলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সচিব জানান, ৪৬টি দল সময় বাড়ানোর আবেদন করেছে। সেজন্য ২২ জুন পর্যন্ত নিবন্ধন আবেদনের সময় বাড়ানো হয়েছে।

নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ রক্ষণশীল দল (বিসিপি), জনতা কংগ্রেস পার্টি, বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি, বাংলাদেশ জাস্টিস পার্টি (বাজাপা), বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি, বাংলাদেশ মুক্তি ঐক্যদল, বাংলাদেশ জনশক্তি পার্টি, বাংলাদেশ জাতীয় ভূমিহীন পার্টি (বিএমএলপি), বাংলাদেশ রিপাবলিক পার্টি, বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা)। এছাড়া বাকি আবেদন করা দলগুলোর নাম এখনো তালিকায় ওঠেনি।

আর সময় বাড়ানোর আবেদন করা দলগুলোর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নতুন বাংলা, সম্মিলিত ইসলামী ঐক্যজোট, আমজনতার দল, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, লেবার পার্টি বাংলাদেশ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ গ্রীন ইনভারমেন্ট পার্টি, আমার দেশ আমার অধিকার পার্টি (এনডিএপি), বাংলাদেশ গণ মুক্তি পার্টি, বাংলাদেশ একুশে পার্টি, গণঅধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ ছাত্র জনতা পার্টি, বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (বিএসডিপি), বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি, গণতান্ত্রিক নাগরিক শক্তি (ডিসিপি), বাংলাদেশ সমতা পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ আ-আমজনতা পার্টি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top