লেখক রইজ উদ্দিনকে বাদ দেওয়া হলো স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে
প্রকাশিত:
১৩ মার্চ ২০২০ ০১:১০
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:০০

সময় নিউজ: এবছর সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য লেখক এস এম রইজ উদ্দিনকে মনোনীত করা হলেও সরকার তা প্রত্যাহার করে নিয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম স্বাক্ষরিত সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের সংশোধিত তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন তালিকায় নেই সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত এস এম রইজ উদ্দিন আহম্মদের নাম।
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে স্বাধীনতা পুরস্কার দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
লেখক এস এম রইজ উদ্দিন বাদে যারা পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে এবার ৪ জন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন- বস্ত্র ও পাটমন্ত্রী এবং সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), মরহুম কমান্ডার (অব.) আব্দুর রউফ, মরহুম মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান।
অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুকতাদির এবার চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।
লেখক কালীপদ দাস এবং নাট্য ব্যক্তিত্ব ও অভিনেত্রী ফেরদৌসী মজুমদার সংস্কৃতি ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। ভারতেশ্বরী হোমস শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: