ভারত থেকে এলেই ১৪ দিনের কোয়ারেন্টাইন
প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২১ ২১:২৫
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৭:২৮

ভারত থেকে আটকে পড়া কোনো বাংলাদেশি নাগরিক স্থল বন্দর দিয়ে ফিরলে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
২২ এপ্রিল এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে চলমান লকডাউনে বিদেশ থেকে প্রবাসী নাগরিকরা ফেরার পর কোয়ারেন্টাইনের বিষয়ে আলোচনা হয়। এসময় সিদ্ধান্ত নেওয়া হয়, লকডাউনে ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা স্থল বন্দর দিয়ে দেশে আসতে পারবেন। তবে ফেরার পর তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। স্থানীয় প্রশাসন তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করবে।
সম্পর্কিত বিষয়:
কোয়ারেন্টাইন
আপনার মূল্যবান মতামত দিন: