শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


করোনায় বন্ধুত্বের পরিচয়

চিকিৎসা ও খাদ্য সামগ্রী নিয়ে মালদ্বীপের পথে নৌবাহিনীর জাহাজ 'সমুদ্র অভিযান'


প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২০ ০২:২৩

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১২:০৯

ছবি: আইএসপিআর থেকে সংগৃহীত

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপের প্রতি বন্ধুত্বপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। বন্ধুত্বের নিদর্শন হিসেবে গতকাল বুধবার চট্টগ্রাম জেটি থেকে জরুরি ঔষধ, চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী পিপিই, মাস্ক, গ্লাভস, জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী নিয়ে মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। এসময় কমান্ডার বিএনফ্লিট রিয়ার এডমিরাল এম মাহবুব-উল-ইসলামসহ চট্টগ্রাম নৌঅঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সরকার বরাবরই প্রতিবেশী দেশের যেকোন প্রয়োজনে এগিয়ে এসেছে। এরই ধারাবাহিতায় বিশ্বব্যাপী সংক্রমিত করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শন হিসেবে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহীম মোহাম্মদ সলিহর নিকট এসকল চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নেয়।

আইএসপিআর আরো জানায়, সামগ্রীর মধ্যে রয়েছে ২০ হাজার পিস পিপিই সেট, ৫ হাজার পিস হ্যান্ডস্যানিটাইজার, ৯৬০ পিস নিরাপত্তা চশমা ও ৪০ কার্টুন জরুরী ঔষুধ। এর পাশাপাশি প্রায় ৮৫ টন খাদ্য সামগ্রীও পাঠানো হয়। আগামী ২০ এপ্রিল জাহাজটি মালদ্বীপে পৌঁছলে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল নাজমুল হাসানের উপস্থিতিতে জাহাজের অধিনায়ক কমান্ডার এ এফ এম আহসান উদ্দিন মালদ্বীপ সরকারের প্রতিনিধি দলকে এসকল সামগ্রী হস্তান্তর করবেন। জাহাজটি আগামী ৩০ এপ্রিল দেশে ফিরার কথা রয়েছে।

উল্লেখ্য, বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ মালদ্বীপের জরুরি প্রয়োজনে এর আগে ও বাংলাদেশ এগিয়ে এসেছিল। ২০০৪ সালে মালদ্বীপে ঘটে যাওয়া ভয়াবহ সুনামিতে ক্ষতিগ্রস্থদের সহায়তায় এবং ২০১৪ সালে দেশটির ডিস্যালাইনেশন প্লান্টে অগ্নিকান্ডের ঘটনায় পানি সংকট মোকাবেলায় বাংলাদেশ সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিল। সেসময় বাংলাদেশ সরকারের নির্দেশনায় নৌবাহিনী জাহাজের মাধ্যমে দেশটিতে জরুরি খাদ্য সহায়তা এবং বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেয়া হয়েছিল। এ সহযোগিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ
সম্পর্ককে আর ও সুদৃঢ় করবে বলে বিজ্ঞপ্তিতে আশা ব্যক্ত করা হয়েছে ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top