আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা
প্রকাশিত:
৩০ মে ২০২১ ১৬:৫৬
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৭:২২

গত কয়েকদিন ঝোড়ো হাওয়া বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমলে শনিবার (২৯ মে) থেকে তা আবার বাড়তে শুরু করেছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রাঙ্গামাটি, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, রংপুর, খুলনা ও যশোর জেলাসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর টেকনাফ উপকূল পযন্ত অগ্রসর হতে পারে।
রোববার (৩০ মে) পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: