ভারত থেকে দেশে ফিরলেন ১৬৪ বাংলাদেশি
প্রকাশিত:
২০ এপ্রিল ২০২০ ২৩:৪৮
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:৫৬

চিকিৎসা ও নানা কাজে গিয়ে ভারতে আটকে পড়া ১৬৪ জন বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সোমবার বিকেল ৩টা ৪৮ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সূত্র জানায়, ফ্লাইটটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে বেলা ১টা ১৯ মিনিটে চেন্নাই থেকে ছাড়ে। দুই ঘণ্টার যাত্রা শেষে চেন্নাই থেকে ১৬৪ জনকে নিয়ে ইউএস বাংলার বিএস-২১০ ফ্লাইটটি বিকেল পৌনে ৪টায় দেশে পৌঁছে। বিমানবন্দর সূত্র জানায়, ভারত থেকে যেসব বাংলাদেশি দেশে ফিরেছেন তাদের সবার করোনা পরীক্ষা করানো হয়েছে। তাদের ফলাফল ‘নেগেটিভ’ এসেছে। সেই টেস্টের ফলাফলের কপি নিয়েই তারা দেশে ফিরছেন। তারপরও বিমানবন্দরে স্ক্রিনিংয়ের পর তাদের প্রয়োজন অনুযায়ী প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চেন্নাই থেকে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট রয়েছে।
সম্পর্কিত বিষয়:
ভারত
আপনার মূল্যবান মতামত দিন: