সৌদিতে করোনায় ২৭ বাংলাদেশির মৃত্যু
প্রকাশিত:
২২ এপ্রিল ২০২০ ০৪:০৭
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২২:০৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে ২৭ জন বাংলাদেশি মারা গেছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সৌদিতে এখনও পর্যন্ত কতজন বাংলাদেশী আক্রান্ত হয়েছেন তা তিনি নিশ্চিত করতে পারেননি।
তিনি বলেন, কতজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সেটা সৌদি কর্তৃপক্ষ জানায়নি। তবে আমরা জানার চেষ্টা করছি। আশা করি খুব শিঘ্রই আপনাদের জানাতে পারবো।
গোলাম মসীহ বলেন, নিহত সকল বাংলাদেশীকে সৌদির মাটিতেই দাফন করা হবে। কারণ, বর্তমান প্রেক্ষাপটে মরদেহ দেশে নেয়া সম্ভব নয়। তাছাড়া সৌদি কর্তৃপক্ষ যথাযথভাবেই মরদেহ দাফন করে থাকে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম বাংলাদেশি মারা যান গত ২৪ মার্চ। ৩০ মার্চ দেশটির মদিনা আল জাহারা হাসপাতাল কর্তৃপক্ষ জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটকে এ তথ্য নিশ্চিত করেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: