শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে: ওবায়দুল কাদের


প্রকাশিত:
১৪ মার্চ ২০২০ ১৮:৫৩

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৫০

ফাইল ছবি

সারাবিশ্বে করোনা নিয়ে চলছে আতঙ্ক। আর বিশ্বব্যাপী মাহামারী আকার ধারন করা করোনাভাইরাসের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা সেই সিদ্ধান্ত সময় হলে নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন সেতুমন্ত্রী।

দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকারের সকল প্রস্তুতি নেয়া আছে। পরিস্থিতি এখনো সরকারের নাগালের মধ্যেই রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে সরকার স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণে কোনো ঘাটতি নেই বলেও এসময় উল্লেখ করেন তিনি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top