ডেঙ্গুতে নতুন আক্রান্ত ২৩৩, ঢাকায় ২১৩
প্রকাশিত:
৩০ আগস্ট ২০২১ ২৩:১১
আপডেট:
৩১ আগস্ট ২০২১ ০০:৫৯

ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে আরও ২৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতলে ভর্তি হয়েছেন ২১৩ জন। আর ঢাকার বাইরে ২০ জন।
সোমবার (৩০ আগষ্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গিবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ২৩৩ জন ডেঙ্গি রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ১৫০ জন ডেঙ্গি রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রোগী এক হাজার চারজন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৪৬ জন রোগী ভর্তি রয়েছেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: