করোনায় আরও ৭৯ জনের মৃত্যু, শনাক্ত ৩ হাজারের বেশি
প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২১ ২৩:৫৬
আপডেট:
২ সেপ্টেম্বর ২০২১ ০০:৪৫

দেশে দিন দিন করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দুই মাস পর টানা পঞ্চম দিনের মতো দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা একশো জনের নিচে নামলো। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ২৭৪ জনে। শনিবার (২৮ আগস্ট) করোনায় মৃত্যু এক‘শর নিচে নামে। ওই দিন মারা যান ৮০ জন।
বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৬১৩ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩ হাজার ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৯৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: