আমেরিকার প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২১ ২৩:১২
আপডেট:
১৯ মার্চ ২০২৫ ১০:৫৯

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পর শুক্রবার রাতে নিউ ইয়র্কের ম্যারিয়ট হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠানে আমেরিকায় বসবাসকারী প্রবাসীদের মাতৃভূমিতে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পর শুক্রবার রাতে নিউ ইয়র্কের ম্যারিয়ট হোটেলে নিউ ইয়র্ক আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে হেলসিঙ্কি হয়ে ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে পৌঁছান।
প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের বলেন, ‘সরকার দেশের এবং বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন উদ্দীপনা প্যাকেজ ও অন্যান্য সুবিধা দিচ্ছে।’
তিনি বলেন, ‘সারা দেশে প্রায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে। প্রবাসী বাংলাদেশি এবং আমেরিকানরা এ থেকে লাভবান হতে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন এবং প্রবাসীরা এতে আরও সুবিধা পাবেন।’
আপনার মূল্যবান মতামত দিন: