সাবেক অতিরিক্ত সচিব আজিজ আহমেদের ইন্তেকাল
প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২১ ০০:১৪
আপডেট:
২৯ সেপ্টেম্বর ২০২১ ০৩:৩৫

সাবেক অতিরিক্ত সচিব আজিজ আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (২৭ সেপ্টেম্ব) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
মরহুম আজিজ আহমেদ চাকরিজীবনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৮৩ থেকে ১৯৮৭ পর্যন্ত বরিশাল জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে মরহুম আজিজ আহমেদ স্ত্রী, তিন পুত্র, ৬ নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল নামাজে জানাজা শেষে রাজধানীর উত্তরা ৪নং সেক্টর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের সদস্যরা সকলের দোয়া কামনা করেছেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: