আবারও অবস্থার অবনতি ডা. জাফরুল্লাহর
প্রকাশিত:
৫ জুন ২০২০ ১৭:৪৯
আপডেট:
১৩ জুন ২০২০ ১৭:০৩

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা আবারও অবনতি হয়েছে। সকলের দোয়া চেয়েছেন তিনি।
গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শুক্রবার সকালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে উনার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
জনাব চৌধুরীর চিকিৎসা সেবায় নিয়োজিত গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ, সেই সাথে তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং আন্তরিক শ্রদ্ধা।
আমরা বিশ্বাস করি, ডা. জাফরুল্লাহ চৌধুরী সুস্থ হয়ে উঠবেন এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তার বাকি স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন।’
এর আগে আজ সকাল সাড়ে ৭টায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া আরেক পোস্টে ডা. জাফরুল্লাহর স্বাস্থের অবনতির কথা জানানো হয়।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হওয়ার পর প্লাজমা থেরাপি নেন ডা. জাফরুল্লাহ। এতে উপকার পাওয়ায় গত ২৮ মে রাতে দ্বিতীয়বারের মতো প্লাজমা নেন। এ ছাড়া গত ৩০ মে রাতে তৃতীয়বারের মতো ডায়ালাইসিস করান তিনি। সেই সঙ্গে ব্রেথিং (শ্বাস-প্রশ্বাস) থেরাপিও নেন ডা. জাফরুল্লাহ।
গত রোববার ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছিলেন, তার স্ত্রী ও ছেলেও করোনায় আক্রান্ত হয়েছেন। এ দিন তিনি আরও জানান, তার শ্বাসকষ্ট হচ্ছে। তিনি অক্সিজেন নিচ্ছেন।
সম্পর্কিত বিষয়:
ডা. জাফরুল্লাহ চৌধুরী ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি গণস্বাস্থ্য কেন্দ্র প্লাজমা থেরাপি
আপনার মূল্যবান মতামত দিন: