রোহিঙ্গা ক্যাম্পে অনাকাঙ্খিত ঘটনা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত:
৬ অক্টোবর ২০২১ ২২:০৯
আপডেট:
৬ অক্টোবর ২০২১ ২৩:২৫

রোহিঙ্গা ক্যাম্পে অনাকাঙ্খিত ঘটনা ঠেকাতে সরকার কঠোর অবস্থানে থাকবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
বুধবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুহিবুল্লাহ ইস্যুটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সীমান্তে অস্থিরতা নিয়ন্ত্রণে সরকার সর্তক। মানবপাচার, মাদক ও অস্ত্র পাচার রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ প্রত্যাবাসনে আশা করার মতো কিছু একটা হবে। সামনের দিনগুলো আশা করছি ভালো কিছু হবে।’
দিন ক্ষণ ঠিক না হলেও ভাসানচরে জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআর খুব শিগগিরই কাজ শুরু করবে বলে আশা প্রকাশ করেন ড. মোমেন।
তিনি বলেন, ‘রোহিঙ্গারা নিজ দেশে চলে যেতে চায়। তবে দেশের অন্য জেলায় তাদের পাওয়া যাচ্ছে। এই বিষয়টি অতিরঞ্জিত। বিষয়টি এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের সমর্থনের বিষয়টিতে তাড়াহুড়োর কিছু নেই।’
সংবাদ সম্মেলনে রুমানিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশটি লেবার মার্কেট হিসেবে প্রতিষ্ঠিত। সেখানে লেবার মার্কেট এবং বিনিয়োগ আরও বাড়ানোর উদ্দেশে সরকার কাজ করছে।’
আপনার মূল্যবান মতামত দিন: