দেশে করোনায় আরও ১১ জনের মৃত্যু
প্রকাশিত:
১১ অক্টোবর ২০২১ ২৩:৫০
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১২:২১

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর উপর্সগ নিয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৬৯৯ জন।
১০ অক্টোবর সকাল ৮টা থেকে ১১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ৫৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জন।
সোমবার (১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৬৩৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ২৪ হাজার ৪৬৭ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২.৫৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫.৫৭ শতাংশ। সুস্থতার হার ৯৭.৫৩ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১.৭৭ শতাংশ।
আপনার মূল্যবান মতামত দিন: