কুমিল্লার ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২১ ২২:০০
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১৭:১৩

কুমিল্লায় পূজামণ্ডপে ঘটে যাওয়া ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (১৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কুমিল্লার ঘটনায় সন্দেহভাজন দুই-তিনজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরও চিহ্নিত করা হবে। আমরা আশা করছি, শিগগিরই দায়ীদের গ্রেপ্তার করতে পারব।
তিনি আরও বলেন, সম্প্রীতি বিনষ্ট করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। এটা উদ্দেশ্যমূলকভাবে কারও ইন্ধনে করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: