কুমিল্লার ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করা হবে: মন্ত্রিপরিষদ সচিব
প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২১ ১৯:৫২
আপডেট:
১৯ অক্টোবর ২০২১ ২৩:১০

কুমিল্লায় সংঘটিত হামলার ঘটনায় খুব দ্রুত জড়িতদের খুঁজে বের করা (ফাইন্ড আউট) হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
কুমিল্লার ঘটনার বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছি কি না, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিয়মিত ব্রিফ করছেন, সেখানে আমাদের ইন্টেলিজেন্সও কাজ করছে। গতকাল রাতেও আমরা বসছিলাম। নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আজকে ব্রিফ করবেন। সেজন্য আমি আর এটা নিয়ে বলছি না। কুমিল্লার বিষয়ে আমার ধারণা যে খুব কুইকলি একটা ফাইন্ড আউট হবে।’
আপনার মূল্যবান মতামত দিন: