সিনোফার্মের আরও ৫৫ লাখ টিকা আসছে
প্রকাশিত:
২১ অক্টোবর ২০২১ ০৩:৩২
আপডেট:
২১ অক্টোবর ২০২১ ০৬:১২

চীন থেকে সিনোফার্মের আরও ৫৫ লাখ টিকার একটি বড় চালান দেশে আসছে আজ রাতে। বুধবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাত অর্থাৎ ২১ অক্টোবরের প্রথম প্রহরে চীন থেকে এই টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ আজ রাতে এই টিকার চালান আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
আপনার মূল্যবান মতামত দিন: