সংসদের ৪৩ কর্মকর্তা ৮২ আনসার করোনায় আক্রান্ত
প্রকাশিত:
৯ জুন ২০২০ ০৫:৪৯
আপডেট:
১০ জুন ২০২০ ২১:০৩

শরীরে তেমন উপসর্গ না থাকা স্বত্বেও জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত ৪৩ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের অনেকেই স্পিকারের দফতরে অবাধে যাতায়াত করতেন। এর বাইরে জাতীয় সংসদে দায়িত্বরত ৮২ জন আনসার সদস্যও করোনায় আক্রান্ত। এছাড়া সংসদে কর্মরত তিনজন পুলিশ সদস্যেরও করোনা পজিটিভ। অধিবেশন চলাকালীন অনেকেরই সংসদের ভেতর ও বাহিরে দায়িত্ব পালনের কথা ছিল।
আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদের কর্মরত কর্মকর্তাদের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করানো হয়। এতে ৪৩ জনের ফলাফল ‘পজিটিভ’ এসেছে। অথচ তাদের অধিকাংশের শরীরে তেমন কোনো উপসর্গ ছিল না।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বলেন, সংসদে আক্রান্ত সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
সংসদ মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আরিফুল হক জানান, সংসদের ৪৩ কর্মকর্তার শরীরে আমরা করোনা পজিভিট পেয়েছি। এর মধ্যে আজ সোমবার ১১ জনের শরীরে, গতকাল রোববার ১৬ জনের শরীরে এবং শনিবার চারজনের মধ্যে করোনা শনাক্ত হয়। এর বাইরে জাতীয় সংসদে দায়িত্বরত ৮২ জন আনসার সদস্যও করোনায় আক্রান্ত। এছাড়া সংসদে কর্মরত তিনজন পুলিশ সদস্যেরও করোনা পজিটিভ।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন জানান, আনসার বাহিনীর করোনা আক্রান্তদের মধ্যে ৮২ জন ব্যাটালিয়ন আনসার সংসদ সচিবালয়ে কর্মরত।
আপনার মূল্যবান মতামত দিন: