মঙ্গলবার, ২৫শে মার্চ ২০২৫, ১১ই চৈত্র ১৪৩১


বিদেশে থেকে এলে ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক


প্রকাশিত:
১৭ মার্চ ২০২০ ০১:০৬

আপডেট:
২৫ মার্চ ২০২৫ ১৫:৪১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক

করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিদেশে থেকে বাংলাদেশে যে কেউ এলে তাকে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইন থাকতে হবে। সে দেশি হোক বা বিদেশি হোক। এক্ষেত্রে সরকারি কোনো কর্মকর্তা ট্রেনিং শেষে দেশে ফিরলেও তাকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এ অনুশাসন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুশাসন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান।

সচিব বলেন, ‘বিদেশ থেকে যেই আসুক ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতেই হবে। কেউ লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আজকের মন্ত্রিসভায় করোনাভাইরাস নিয়ে অনেক আলোচনা হয়েছে। কোনো অনুষ্ঠান বা প্রশিক্ষণ নিতেও বিদেশ থেকে আসলে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় নেই।’

সচিব জানান, ডিসি, সিভিল সার্জন, এসপি, চেয়ারম্যান, মেয়র, মেম্বার, ইমামদের করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতার জন‌্য প্রচারণা চালাতে বলা হয়েছে।

কোয়ারেন্টাইন না মানায় একজনকে সাজা দেওয়া হয়েছে জানিয়ে সচিব বলেন, ‘সৌদি আরব থেকে মানিকগঞ্জে আসেন এক বাংলাদেশি। তিনি কোয়ারেন্টাইনের নিময় না মেনে ঘোরাঘুরি করছিলেন। এজন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top