দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু
প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২১ ০১:৩২
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১২:৪৪

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮১৪ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৭৮ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৭ হাজার ৪১৭ জন।
শনিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকারি-বেসরকারি ৮৩২টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার দুইজনের নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ২৭৮ জন। নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১.৮৫ শতাংশ।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১ কোটি ২ লাখ ৩ হাজার ৬৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫.৩৬ শতাংশ।
আপনার মূল্যবান মতামত দিন: