ভ্যাকসিন উৎপাদনে বাংলাদেশ প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২১ ০৩:২৬
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৭:২০

ভ্যাকসিন উৎপাদনে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (২৩ অক্টোবর) দুপুরে সিলেট জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে করোনা ভ্যাকসিনের কোনো অভাব নেই। সবাই ভ্যাকসিন পাবেন। বিশ্বের বিভিন্ন দেশে উচ্চমূল্যে নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের দেশে ভ্যাকসিন কার্যক্রম সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। এটি বাংলাদেশের বড় অর্জন। হাতেগোনা কয়টি দেশ বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে।
তিনি বলেন, করোনাকালে কূটনৈতিক সফলতা আমার একা নয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই সব দিকনির্দেশনা দিয়েছেন। তার দূরদর্শিতা, স্বাস্থ্যমন্ত্রী এবং কোভিড-১৯ ম্যানেজমেন্ট কমিটিসহ সংশ্লিষ্ট সবার অবদানেই আমরা করোনাকালের কূটনীতিতে সফল হয়েছি।
তিনি আরও বলেন, বিশ্বের বহু শক্তিশালী দেশে মৃত্যুর সংখ্যার তুলনায় আমাদের দেশে একেবারেই কম। ভ্যাকসিন কার্যক্রমে বিশ্বে আমরা এগিয়ে রয়েছি। আমরা ভ্যাকসিনের জন্য কোনো টাকা-পয়সা নিচ্ছি না।
আপনার মূল্যবান মতামত দিন: