দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২১ ০৩:৫৬
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১২:২২

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৪৭ জনে।
একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২৯৪ জন। ফলে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জনে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৪৩৫টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৫৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ২৯৪ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৫০ শতাংশ।
এ নিয়ে রোগী শনাক্ত করতে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩ লাখ ১ হাজার ৫৯৩টি। মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জন।
বিভাগওয়ারি হিসাবে দেখা যায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬জনের মধ্যে ঢাকার ৪জন ও চট্টগ্রামের ২জন।
এতে আরও বলা হয়, করোনা থেকে একদিনে সেরে উঠেছেন ২২৭ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩২ হাজার ৬৯৫ জনে। সুস্থতার হার ৯৭.৭০ শতাংশ।
আপনার মূল্যবান মতামত দিন: