দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু
প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২১ ০৪:১২
আপডেট:
৩০ অক্টোবর ২০২১ ০৪:১৮

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৮৫৪ জন।
২৮ অক্টোবর সকাল ৮টা থেকে ২৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ৩০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জন।
শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২৭১ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১.৭১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫.২১ শতাংশ। সুস্থতার হার ৯৭.৬৯ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১.৭৮ শতাংশ।
আপনার মূল্যবান মতামত দিন: