ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি
প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২১ ১৯:৩৯
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৫:১৮

বাংলাদেশের আমন্ত্রণে আগামী ১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, তিনদিনের সফরে আগামী ১৫ ডিসেম্বর ঢাকায় আসার কথা রয়েছে ভারতের রাষ্ট্রপতির। রাষ্ট্রপতি হওয়ার পর এটিই হবে তার প্রথম বাংলাদেশ সফর। সফর ঘিরে এরই মধ্যে দু’দেশের মধ্যে প্রস্তুতি চলছে। এ নিয়ে এ সপ্তাহে দু’দেশের কূটনীতিকদের মধ্যে দিল্লিতে আলোচনা হয়েছে।
সূত্র জানায়, এরই মধ্যে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনো তার ঢাকা সফরের বিষয়টি ঘোষণা করা হয়নি।
বাংলাদেশ ও ভারত যৌথভাবে বিশ্বের ১৮টি দেশে যেখানে ওই দুই দেশের মিশন আছে, সেখানে মৈত্রী দিবস উদ্যাপন করবে। যৌথ আয়োজনের মধ্য দিয়ে প্রতিবেশী এ দু’দেশের সম্পর্ক ও বন্ধন তুলে ধরবে। দু’দেশ নিজেদের এ দ্বিপক্ষীয় সম্পর্ককে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে থাকে।
আপনার মূল্যবান মতামত দিন: