দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৪৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
প্রকাশিত:
১ নভেম্বর ২০২১ ০৬:২২
আপডেট:
১ নভেম্বর ২০২১ ০৮:৪২

মহামারি করোনার মধ্যেই দেশে শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘন্টায় সারাদেশে আরও ১৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়া অধিকাংশই রাজধানীর বাসিন্দা।
রোববার (৩১ অক্টোবর) বিকেলে সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ১০৪ জন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৪২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬২ জনে। ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬১১ জন এবং অন্যান্য জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৫১ জন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে ৯১ জনের মৃত্যু হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: