লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
৪ নভেম্বর ২০২১ ১১:১৪
আপডেট:
২৩ মার্চ ২০২৫ ২১:০৬

জাতিসংঘের জলবায়ুবিষয়ক ‘কপ-২৬ শীর্ষ সম্মেলন’ এবং উচ্চপর্যায়ের বৈঠকে যোগদান শেষে বুধবার (৩ নভেম্বর) বিকেলে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বুধবার দুপুর ১টা ৫২ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।
এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি দুপুর ১২টা ৫০ মিনিটে লন্ডনের উদ্দেশ্যে গ্লাসগো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
আপনার মূল্যবান মতামত দিন: