হাসান আজিজুল হক আর নেই
প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২১ ০৯:৪২
আপডেট:
১৬ নভেম্বর ২০২১ ২১:১১

না ফেরার দেশে পারি জমিয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জীবনের অধিকাংশ সময় রাজশাহীতে কাটিয়েছেন হাসান আজিজুল হক। ১৯৫৪ সালে যবগ্রাম মহারানী কাশীশ্বরী উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৬ সালে খুলনার ব্রজলাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।
১৯৫৮ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে দর্শনে সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন হাসান আজিজুল হক। ১৯৬০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
যৌবনে ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। রাজনীতি করার কারণে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নির্যাতন ভোগ করেন।
আপনার মূল্যবান মতামত দিন: