দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু
প্রকাশিত:
২০ নভেম্বর ২০২১ ০৫:৩৪
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:২১

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৯৪৬ জন।
১৮ নভেম্বর সকাল ৮টা থেকে ১৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৩ হাজার ৭১১ জন।
শুক্রবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২৯৮ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ৮১৬ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১.৪০ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪.৭২ শতাংশ। সুস্থতার হার ৯৭.৭২ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১.৭৮ শতাংশ।
আপনার মূল্যবান মতামত দিন: