পাকিস্তানকে সমর্থন শোভনীয় নয়: মোজাম্মেল
প্রকাশিত:
২২ নভেম্বর ২০২১ ০৩:০৩
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২৩:৫১

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পাকিস্তানকে সমর্থন শোভনীয় নয়। বিষয়টি দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক।
মন্ত্রী বলেন, এটা দুর্ভাগ্যজনক, যদি কেউ করে থাকে। একটা টিমকে যে কেউ সাপোর্ট করতে পারে, কিন্তু বাংলাদেশের সঙ্গে খেলার দিন অন্য টিমকে সাপোর্ট করা, একটা দেশপ্রেমিক নাগরিকের জন্য নিঃসন্দেহে কারো কাছে এটা শোভনীয় মনে হবে না।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষকে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি হস্তান্তর করা হয়।
খেলার মাঠে পাকিস্তানকে সমর্থন প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, এটা সরকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে এবং আইনগত ব্যবস্থা নেবে। তারা বাংলাদেশের নাগরিক কি না, আমিও ঠিক জানি না, শুনলাম। আমরা বসে দেখব ইনশাল্লাহ।
আপনার মূল্যবান মতামত দিন: