বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০

Rupali Bank


প্রধানমন্ত্রীকে ‘ডি-লিট’ ডিগ্রি দিচ্ছে চবি


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২১ ০৩:৩২

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৪:৩৭

ছবি-সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা, দারিদ্র্য বিমোচন, নারী ও দেশের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি)।

রোববার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার ভূষিত, বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংকট মোকাবিলায় বিশ্বের প্রভাবশালী ৫ শীর্ষ নেতার স্বীকৃতি পাওয়ায় ও জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে যুগান্তকারী পদক্ষেপ তুলে ধরায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ডি-লিট ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এই সিদ্ধান্তের চিঠি আমরা ওনার কাছে পাঠাবো। ওনি সম্মতি দিলে ডিগ্রিটা দেয়ার দিন তারিখ ঠিক করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top