দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু
প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২১ ০৬:০১
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১২:২৫

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১ জনে।
একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯৭ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জন।
রোববার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ১৯ হাজার ৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৩২ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.০৩ শতাংশ।
আপনার মূল্যবান মতামত দিন: