বাংলাদেশ চায়না হয়ে গেল, এটা মিথ্যা : মোমেন
প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২২ ০৮:৩২
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৭:২০

বাংলাদেশ চায়নার ডেড ট্র্যাপে পড়ে নাকি চায়না হয়ে গেল!- জ্ঞানপাপীদের এমন অভিযোগ মিথ্যা। যারা বলছেে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কার মতো চীনা ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে। তারা ঠিক বলছে না। আমাদের কখনও ডেড রিপেমেন্টে একদিনও দেরি করা হয় নাই।
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক এক সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে ঋণের ফাঁদে পড়তে ৪০ শতাংশ ঋণ নিতে হয়। যেখানে সরকার মাত্র ১৬ শতাংশ ঋণ নিয়েছে। যার বেশির ভাগ ঋণ নিই বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে। জাপান থেকেও ঋণ নেয়া হয়েছিল। যেখানে চীনা ঋণ ধারে-কাছেও নেই।’
তিনি আরও বলেন, ‘দেশের ৮০ পারসেন্ট ইকুপমেন্ট নাকি চায়না থেকে কেনা। এইটা ডাহা মিথ্যা। সরকার সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক ও অন্যান্য দেশে থেকে কিনছে। ভারতও কিছু দিতে চাচ্ছে। তারা কিছু লাইন অব ক্রেডিট দিয়েছে, অস্ত্র কেনার জন্য। বাংলাদেশ আর্মিরা বিষয়টা জানে, তারা কি কিনবে।’
তিস্তা ব্যারেজে চীন বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেকেই বলছেন, বাংলাদেশ নাকি চায়না হয়ে গেল! অনেক জ্ঞানপাপী ইচ্ছে করে এই ভয় তৈরি করছে। এতে অনেকে এসব শুনে বলছে, সত্যি কিছু দুর্ঘটনা হচ্ছে।’
সম্পর্কিত বিষয়:
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
আপনার মূল্যবান মতামত দিন: