নতুন নির্বাচন কমিশ গঠন
প্রথম সভায় সার্চ কমিটি
প্রকাশিত:
৭ ফেব্রুয়ারি ২০২২ ০৪:২৪
আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ১২:৫৪

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে পরবর্তী নির্বচন কমিশন গঠনের জন্য প্রথমবারের মত বৈঠকে বসে সার্চ কমিটি। রোববার বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে শুরু হয় এ বৈঠক। নতুন একজন প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন নির্বাচন কমিশনার খুঁজে নিতে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সদস্যদের প্রথম বৈঠক এটি। বৈঠবে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে কমিটির বাকি পাঁচ সদস্য।
বিকাল পৌনে ৪টা থেকে সোয়া ৪টার মধ্যে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে পৌঁছান কমিটির সদস্য মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। আর আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান ও হাই কোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান। নির্বাচন গঠনে সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। তাই বৈঠকে হাজির ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
দেশে প্রথমবারের মত আইনের আওতায় সার্চ কমিটি গঠনের পরদিনই সংশ্লিষ্টদের নিয়ে প্রথম বৈঠকে বসলেন আপিল বিভাগের বিচারক বিচারপতি ওবায়দুল হাসান। সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন’র ২৭ জানুয়ারি সংসদে পাস হয়। এ আইনের আলোকে ছয় সদস্যের সার্চ কমিটি গঠিত হয় শনিবার।
এবারই প্রথম আইনের আওতায় সার্চ কমিটি করে নতুন নির্বাচন কমিশনের সদস্যদের বেছে নিচ্ছে বাংলাদেশ। আইন অনুযায়ী, এই সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে দশজনের নাম প্রস্তাব করার জন্য ১৫ কার্যদিবস সময় পাচ্ছে। সেখান থেকে বেছে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।
এসএন/জুআসা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: