সংবাদ সম্মেলনে স্ত্রী
স্থানীয় সাংবাদিকের মুক্তি দাবি
প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৩২
আপডেট:
৮ ফেব্রুয়ারি ২০২২ ০৭:১৫

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার স্থানীয় সাংবাদিক ফরমান উল্লাহ খান নিবিড়ের মুক্তি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী শাহানা আক্তার। সোমবার ৭ ফেব্রুয়ারি, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ- ক্র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
শাহানা আক্তার জানান, স্থানীয় মাদক ব্যবসায়ি ফরহাদ হোসেনের কর্মকান্ডে প্রতিবাদ করায় হেনস্তার শিকার তার স্বামী। এ ধারাবাহিকতায় ১ ফেব্রুয়ারি রাতে আইন শৃংখলা বাহিনীর পরিচয়ে বাসা থেকে ফরমান উল্লাহকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি। র্যাব-১০-এর সংবাদ সম্মেলনে ফরমান উল্লাহকে অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করায়, ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন স্ত্রী শাহানা আক্তার। এজন্য ঘটনার দিন ফারমান আলী’র বাসা থেকে বের করে নিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ, সংশ্লিষ্ট কল লিস্ট-সহ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাইয়ের দাবি জানান তিনি।
একমাত্র সন্তান লাইসাকে নিয়ে কষ্টে দিন পার করার কথা জানান ফরমান উল্লাহ খান নিবিড়ের স্ত্রী শাহানা আক্তার। মাদক ব্যবসায়ি ফরহাদ হোসেনের বিচার দাবির পাশাপাশি মূল ঘটনা তদন্ত সাপেক্ষে শিগগিরিই ফরমান উল্লাহ খান নিবিড়ের মুক্তি এবং পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবিও জানান তিনি।
এসএন/জুআসা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: