নিজেদের জমিতে ফসল উৎপাদনে বাংলাদেশের সহযোগিতা চায় দক্ষিণ সুদান
প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২২ ০৫:০১
আপডেট:
৯ ফেব্রুয়ারি ২০২২ ০৫:১৮

পড়ে থাকা বিস্তীর্ণ জমিতে ফসল উৎপাদনে সহযোগিতা চেয়েছে আফ্রিকা মহাদেশের রাষ্ট্র দক্ষিণ সুদান। এজন্য নিজেদের জমি বাংলাদেশের কাছে লিজ দিতে চায় দেশটি। মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি, বিকালে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এবং দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেক (Deng Dau Deng Malek) এর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ কথা জানান হয়।
সাক্ষাৎশেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের সাথে এ বিষয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, দক্ষিণ সুদানে ছয় লাখ বর্গকিলোমিটারের বেশি জমি রয়েছে। এর বেশির ভাগ জমি পতিত পড়ে থাকে, চাষাবাদ হয় না। এ বিশাল এলাকাকে কৃষি উৎপাদনের আওতায় এনে অনেক ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সে দেশের সরকারের মালিকানায়/খাস জমি লিজ নিয়ে ফসল উৎপাদন নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। বাংলাদেশের বেসরকারি উদ্যোক্তাদের অনেকেও আগ্রহ প্রকাশ করেছে। সরকারও বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।
মন্ত্রী বলেন, আমরা দক্ষিণ সুদানে কী ফসল উৎপাদন করা যায়, জমি কীভাবে চাষের আওতায় আনা যায় তা দেখতে একটি বিশেষজ্ঞ টিম পাঠাব। তাদের রিপোর্টের ভিত্তিতে সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করা হবে।
এসএন/জুআসা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: