সংক্রমণ কমলে বাড়তে পারে বইমেলার সময়
প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২২ ০২:৫০
আপডেট:
১ এপ্রিল ২০২৫ ০১:৩৭

করোনা সংক্রমণ কমলে বইমেলার সময়সীমা বাড়তে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এ বছর অমর একুশে বইমেলার সময়সীমা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। করোনা সংক্রমণ যেভাবে কমছে সেভাবে চলতে থাকলে আমরা হয়ত মেলার সময়সীমা বাড়াতে পারব।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বইমেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন কে এম খালিদ।
প্রতি বছর বিকেল ৩টা থেকে বইমেলা শুরু হতো। কিন্তু এ বছর যেহেতু আমাদের সময় কম, ১৫ দিনের মেলা; সেজন্য আমরা দুপুর ২টা থেকে মেলা শুরু করব। ছুটির দিনে বরাবরের মতো বেলা ১১টা থেকে মেলা শুরু হবে।
তিনি বলেন, এবার ৫৩৪টি প্রতিষ্ঠানকে ৭৭৬টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্য আছে ৩৫টি প্যাভিলিয়ন। মেলার মূল আয়তন সাত লাখ বর্গফুট।
পূর্বঘোষণা অনুসারে আগামীকাল বিকাল ৩টায় গণভবন থেকে ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্পর্কিত বিষয়:
প্রতিমন্ত্রী
আপনার মূল্যবান মতামত দিন: