জাতির পিতার সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং প্রদর্শনীর উদ্বোধন কাল
প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারি ২০২২ ০৩:৩৬
আপডেট:
২৭ ফেব্রুয়ারি ২০২২ ২০:৫৯

জাতির পিতার জীবনভিত্তিক “বঙ্গবন্ধু শেখ মুজিব: মহাজীবনের মহাপট” বাংলাদেশের সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং-এর প্রদর্শনীর অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি এ প্রদর্শনীর উদ্বোধন করবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈচিত্রময় ও বহুমাত্রিক জীবনকে তুলে ধরে এই স্ক্রল পেইন্টিং এঁকেছেন খ্যাতনামা চিত্রশিল্পী শাহ্জাহান আহমেদ বিকাশ।
অনুষ্ঠানে বক্তব্য রাখবেন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। প্রদর্শনীর আয়োজন সহযোগী বিজ্ঞাপনী সংস্থা ‘মাত্রা’র পক্ষ থেকে বক্তব্য রাখবেন শিল্পী আফজাল হোসেন, বাংলাদেশ চারুশিল্পী সংসদের সভাপতি শিল্পী জামাল আহমেদ, স্ক্রল পেইন্টিংটির শিল্পী শাহ্জাহান আহমেদ বিকাশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার দীপু মনি, এম পি।
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: