রাশিয়া-ইউক্রেন যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ
প্রকাশিত:
১ মার্চ ২০২২ ০০:৪৪
আপডেট:
১ মার্চ ২০২২ ০০:৫৭

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। এ যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়েছে কী না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ওটা আলোচনা হয়েছে। আমরা অবজার্ভ (পর্যবেক্ষণ) করছি।’
‘ডেফিনেটলি আমরা যুদ্ধের পক্ষে কোনো কথা বলিনি। এটা আলোচনা হয়েছে এবং ফরেন মিনিস্ট্রি বা সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, এটা একটু অবজার্ভ করার নির্দেশ দেওয়া হয়েছে আরও দু-একদিন।’
তিনি বলেন, ‘পোল্যান্ড এবং রোমানিয়াতে আমাদের যারা অ্যাম্বাসেডর আছেন তারা অলরেডি ওয়াচ করছে, কী হচ্ছে। এখানে বাংলাদেশিদের কী অবস্থা, তারা আপডেট দিচ্ছে।’
বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে কী না- জানতে চাইলে বলেন, ‘সব জিনিসই তারা পর্যবেক্ষণ করছে। আমাদের সঙ্গে যোগাযোগ রয়েছে।’
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: