বিজিবি’র নতুন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ
প্রকাশিত:
২ মার্চ ২০২২ ২৩:৪৮
আপডেট:
২ মার্চ ২০২২ ২৩:৫০

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল সাকিল আহমেদ। বিজিবিতে যোগের আগে তিনি সেনা সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
বুধবার (২ মার্চ) বিজিবির নতুন মহাপরিচালক হিসেবে তিনি কাজে যোগ দিয়েছেন।
মেজর জেনারেল সাকিল আহমেদ ২৪ জুন ১৯৮৮ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমির ১৮তম দীর্ঘমেয়াদী কোর্সের পদাতিক করে কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
মেজর জেনারেল সাকিল আহমেদ দেশে এবং বিদেশে বিভিন্ন বিষয়ে ডিগ্রি লাভ করেন। তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ওয়ার স্টাডিজে, স্ট্র্যাটেজিক স্টাডিজে এবং ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর শেষ করেন। এছাড়াও তিনি দেশে ও বিদেশে অসংখ্য পেশাদার প্রশিক্ষণ কোর্স, সেমিনার এবং সিম্পোজিয়ামে অংশ নেন।
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: