ইফার সাবেক ডিজি সামীম আফজালের মৃত্যু
প্রকাশিত:
২৬ জুন ২০২০ ১৬:২৮
আপডেট:
২৬ জুন ২০২০ ১৭:৪৫

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজি ও অবসরপ্রাপ্ত জেলা জজ সামীম মোহাম্মদ আফজাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন যাবত দূরারোগ্য ব্যাধি ক্যানসারে ভুগছিলেন সামীম মোহাম্মদ আফজাল।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বিসিএস ৮৩তম ব্যাচের জুডিসিয়াল ক্যাডারের সদস্য ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সম্পর্কিত বিষয়:
ইসলামিক ফাউন্ডেশন সামীম মোহাম্মদ আফজাল ক্যানসার আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক
আপনার মূল্যবান মতামত দিন: